ঐতিহাসিক ফাতেহায়ে গাওছেপাক রাহমাতুল্লাহি আলাইহি উপলক্ষে ছুন্নী আন্দোলন সংযুক্ত আরব আমিরাত শাখার উদ্যোগে শনিবার রাতে আবুধাবীতে 'শানে গাওছেপাক রাহমাতুল্লাহি আলাইহি' সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আবুধাবীর স্থানীয় একটি হোটেলে ছুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও ইনসানিয়াত রাষ্ট্র ও বিশ্ব ব্যবস্থার আহ্বায়ক ইমাম হায়াত আলাইহি রাহমার দিক নির্দেশনায় এবং ছুন্নী আন্দোলন সংযুক্ত আরব আমিরাত শাখার সভাপতি মফিজুর রাহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সংযুক্ত আরব আমিরাত শাখার মহাসচিব শেখ নঈম উদ্দিন।
বক্তারা বলেন, নিজেদের আত্মা ও জীবনের ঈমানী সুরক্ষা, রুহানী বিকাশ এবং দ্বীনের প্রকৃত ধারার সুরক্ষা ও সুপ্রতিষ্ঠার জন্য আউলিয়া কেরামের স্মরণ, সম্পর্ক, বন্ধন ও তাদের আমানত উত্তরাধিকারের দায়িত্বে কর্তব্যে সক্রিয় গতিশীল থাকা ঈমানী দায়িত্ব। '
শাহানূর ইসলামের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন নুরুল হুদা আনসারী, মোহাম্মদ ইউছুফ, রেজা ফারুক, মহি উদ্দিন আনোয়ার, আফছার উদ্দিন, জয়নাল আবেদীন, ছাদেক হোসেন সালেহ মাহমুদ, আনোয়ার পাশা, নুরুল আবসার, ইকবাল হোসাইন, এহছানুল করিম, জিয়াউল হক প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা