বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অকৃত্রিম এক সৈনিক জসীমউদ্দিন খান মিঠুর(৩৮) অকাল মৃত্যুতে গভীর শোকে আচ্ছন্ন প্রবাসীরা পরম করুনাময়ের কাছে তার আত্মার মাগফেরাত কামনা করেছেন। কম্যুনিটির সক্রিয় এই সদস্যের অকাল মৃত্যুতে অশ্রুসিক্ত সকলেই বললেন, ‘প্রবাসে মুজিব আদর্শের লোকজন বিশ্বস্ত একজন সাথীকে হারালেন, যা কখনোই পূরণ হবার নয়।’
১৫ ফেব্রুয়ারি রবিবার রাতে নিউইয়র্ক সিটির জ্যামাইকায় একটি রেস্টুরেন্টের মিলনায়তনে মিঠুর কুলখানী উপলক্ষে জড়ো হওয়া শত শত প্রবাসী এ কামনা করেন। এর আগে গত ৮ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় জ্যামাইকায় নিজ ঘর থেকে মিঠুর লাশ উদ্ধার করে নিউইয়র্কের পুলিশ। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে ময়নাতদন্তে উঠে আসে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সন্তান মিঠু ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ ছাত্র সংসদের জিএস ছিলেন আমেরিকায় আসার আগে। অবিবাহিত হওয়ায় সংগঠনের জন্যে সময় দেয়ার মত সুবিধা ছিল তার এবং সেটি পুরোদমে কাজে লাগিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কনিষ্ঠতম সদস্য হিসেবে। একইসাথে সামাজিক সংগঠনেও ছিলেন সক্রিয়। এই প্রবাসে গণজাগরণমঞ্চের সকল কর্মকাণ্ডে মিঠু ছিলেন সকলের সামনে। সেই মিঠুর কুলখানীতে জড়ো হওয়া সকলেই অশ্রুসিক্ত কন্ঠে তার প্রতি কৃতজ্ঞতা জানালেন।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরীর সঞ্চালনে এ সময় অন্যান্যের মধ্যে মিঠুর কর্মকাণ্ড স্মরণ করেন সাংবাদিক ও টিভি টকশো গেস্ট মঞ্জুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরনবী, কমিউনিটি লিডার সরাফ সরকার, ডা. মাসুদুল হাসান, বাংলাদেশ লীগ অব আমেরিকার সভাপতি বেদারুল ইসলাম বাবলা, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা এন আমিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, মহানগর আওয়ামী লীগের নেতা আমিনুল ইসলাম কলিন্স, মাসুদ হোসেন সিরাজী, জালালউদ্দিন রুমী, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার, কুইন্স আওয়ামী লীগের সেক্রেটারি শফিকুল ইসলাম, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সেক্রেটারি এডভোকেট আব্দুর রহমান মামুন, সাংবাদিক আকবর হায়দার কিরন প্রমুখ। পরে মিঠুর আত্মার মাগফেরাত কামনা করে হাফেজ মাওলানা বেলালের নেতৃত্বে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/১৬ ফেব্রয়ারি, ২০১৫/মাহবুব