সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ নতুন ভিসা প্রদান ও নবায়নের ক্ষেত্রে অবিলম্বে হাতে লেখা পাসপোর্টের পরিবর্তে এমআরপি করার জন্য জোর তাগিদ দিয়েছে উল্লেখ করে ইউএইতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের দ্রুত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুধাবীস্থ বাংলাদেশ দূতাবাস।
প্রবাসীদের সুবিধার্থে এতে জানানো হয় আগামী মে, ২০১৫ থেকে অধিকাংশ দেশ হাতে লেখা পাসপোর্টে ভিসা প্রদান বন্ধ করে দেবে। এমনকি বছরের শেষের দিকে তথা নভেম্বর, ২০১৫ এরপর থেকে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) -এর নিয়মানুযায়ী কোনো বিমান সংস্থা এমআরপি ছাড়া যাত্রী বহন করবে না।
আমিরাত প্রবাসী সকল বাংলাদেশীদের হাতে লেখা পাসপোর্টের পরিবর্তে মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহনের জন্য বিশেষভাবে অনুরোধ করে বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় আগামী ১ জানুয়ারি, ২০১৫ থেকে শুধুমাত্র একান্ত জরুরি ক্ষেত্রেই হাতে লেখা পাসপোর্ট প্রদান ও নবায়ন করা হবে।
বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা