মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের দাম্মামে আগুনে পুড়ে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ সোমবার স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার আবু মূসা ও জিয়াউর রহমান, ফেনীর মীর রহমান ও চাঁদপুরের আবু মোল্লা।
সৌদি দূতাবাস সূত্র জানায়, সোমবার সকালে দাম্মামের ‘দাল্লা পানাইয়া’ নামক একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ফ্যাক্টরিতে ৪ বাংলাদেশিসহ আরো বেশ কয়েকজন কর্মচারী কাজ করছিলেন।
বিডি-প্রতিদিন/ ২৩, ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব