সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত তিন বাংলাদেশির মধ্যে একজনের লাশ আগামীকাল শুক্রবার দেশে আসছে। বাকি দু'জনের লাশ আসবে পরদিন শনিবার। আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে নয়জনের লাশ সনাক্ত করা হয়েছে। একজনের লাশ এখনও সনাক্ত করা যায়নি। সনাক্ত করা লাশগুলোর মধ্যে তিনজন বাংলাদেশি, তিনজন সুরিয়ানী, দুইজন পাকিস্তানি ও একজন ভারতীয় নাগরিক। সনাক্ত করা তিন বাংলাদেশি হলো চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামের আবদুস সোবাহানের ছেলে এনামুল হক (৪২), পাসপোর্ট নম্বর (এ.ই. ৩২৭৮৬০০), ভুজপুর উপজেলার সোয়াবিল গ্রামের মৃত মীর আহমদের ছেলে আবদুল শুক্কুর (৩৮), পাসপোর্ট নম্বর ( সি ১০৯৬৪৮২) ও ফটিকছড়ি উপজেলার বাবুনগর গ্রামের নুরুল আবছারের ছেলে সেলিম উদ্দিন (৩৭), পাসপোর্ট নম্বর ( সি ০৪২৮৬০৫)। নিহতেদর লাশ আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস সরকারি খরচে দেশে প্রেরণের ব্যবস্থা করেছে।
বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ড. মোহাম্মদ মোকসেদ আলী জানিয়েছেন, এনামুলের মরদেহ শুক্রবার বাংলাদেশ বিমানের বিজি -০২৮ ফ্লাইটে দেশে ফিরবে। শুক্কুর ও সেলিমের মরদেহ একই ফ্লাইটে পরদিন শনিবার দেশে ফিরবে।
নিহত প্রবাসীরা কোনো ধরণের ক্ষতিপূরণ পাবে কিনা জানতে চাইলে ড. মোহাম্মদ মোকসেদ আলী জানান, 'অগ্নিকাণ্ডের ঘটনায় ওই বিল্ডিংয়ের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। ওই বিল্ডিংটি ওয়ার হাউজের জন্য দেওয়া হলেও মালিক বিল্ডিংটি ভাড়ায় লোক থাকতে দেওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করে। এই মর্মে আদালতের রায়ের উপর নির্ভর করছে নিহতরা ক্ষতিপূরণ পাবে কি পাবে না!'
তিনি জানান, 'নিহত প্রবাসীদের কোম্পানিগুলো তাদের সাধ্যমত সহায়তার হাত বাড়িয়েছেন ইতোমধ্যে। নিহতদের মাসিক বেতনের সাথে বিভিন্ন অঙ্কের অর্থ সহায়তাও দিয়েছে।'
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ