'ছোটবেলা থেকে ২১ ফেব্রুয়ারিকে ভাষা শহীদ দিবস হিসেবে পালন করে এলেও নতুন প্রজন্ম দিবসটি পালন করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলাদেশিরাই নিজের ভাষার জন্য জীবন দিয়েছে। জাতিসংঘ দিনটিকে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করায় জাতি হিসেবে এটি আমাদের সার্থকতা, আমাদের গৌরব। সেসব ভাষা শহীদদের এই মঞ্চে দাঁড়িয়ে আজ গভীর ভাবে স্মরণ করছি।'
বৃহস্পতিবার রাতে আবুধাবীতে আয়োজিত আওয়ামী যুবলীগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আবুধাবী আওয়ামী যুবলীগের সভাপতি বশির ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আবুধাবী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদ উল্লাহ। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন আবুধাবী যুবলীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আক্তার।
বক্তারা বলেন, 'প্রবাসে বাংলাদেশ স্কুলগুলো শিক্ষার্থীদের বাংলা ভাষার শিক্ষা না দিয়ে শেখাচ্ছেন ইংরেজি ভাষা। ছেলে-মেয়েরা বাংলা বলতে আগ্রহী হলেও বড় লোক বাবা সন্তানকে ইংরেজি বলতেই উপদেশ দিচ্ছেন। নিজের ছেলে-মেয়েদের বিদেশি পাসপোর্ট পাবার লোভে প্রবাসে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করছেন। তাদের প্রতি অনুরোধ ইংরেজি শিক্ষার পাশাপাশি সন্তানদের সঠিকভাবে বাংলাভাষাও শিখাবেন। আমরা বাংলা ভাষায় কথা বলি তাই সন্তানকে বাংলা ভাষায় কথা বলতে উৎসাহ দেয়াও আমাদের দায়িত্ব।'
আবু হোরায়েরা পারভেজ ও তোফায়েল আহমেদ সেলিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন আবুধাবী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী, আবুধাবী আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আলম, মুক্তিযোদ্ধা আমিন মিয়া, খোকন আব্দুল জব্বার।
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৫/মাহবুব