প্রবাসীরা কাজের ব্যস্ততায় খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ পায় না। প্রবাসীদের কথা ভেবে স্বল্প সময়ে বিনোদনের উদ্দেশ্য আবুধাবী বঙ্গমাতা পরিষদ আয়োজন করে বার্ষিক আনন্দ ভ্রমণ। শুক্রবার আবুধাবীর হেরিটেজ পার্কে ভোজন, আলোচনা, খেলাধূলা ও সাংস্কৃতিক পর্বে ভাগ করে অনুষ্ঠিত হয় এই আনন্দ ভ্রমণ।
জুমার নামাজের পর প্রবাসী বাংলাদেশিরা পরিবার পরিজন নিয়ে মিলিত হয় আবুধাবীর হেরিটেজ পার্কে। সম্মিলিতভাবে দুপুরের ভোজন শেষে ভিন্ন ভিন্ন পর্বে ভাগ করা হয় অনুষ্ঠান। ভোজনোত্তর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গমাতা পরিষদের আহ্বায়ক এরশাদুল হক। এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গমাতা পরিষদের উপদেষ্টা মোহাম্মদ ছালেহ ও প্রধান বক্তার বক্তব্য রাখেন আবুধাবী প্রজন্ম বঙ্গবন্ধুর সভাপতি রফিকুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন বঙ্গমাতা পরিষদের উপদেষ্টা বেলায়েত হোসেন হিরো, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মহিউদ্দীন, সাংবাদিক জাহাঙ্গীর কবির বাপপি, সাংবাদিক রফিক উল্লাহ।
আনিসুর রহমান মঞ্জুর পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. ইসমাইল, আজিজুর রহমান চৌধুরী, নুর হোসেন, মোহাম্মদ মিজান, মাঈন উদ্দিন, কামরুল হাসান রাকিব, আলা উদ্দিন সন্দীপ প্রমুখ ।
এরপর শুরু হয় শিশু কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা ও প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। ইরান উদ্দিন চৌধুরীর মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা আনন্দ দেয় উপস্থিত প্রবাসীদের।
বিডি-প্রতিদিন/ ২৮ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা