সিলেটের আকাশ উন্মুক্ত করে দিয়ে দুবাই থেকে প্রতিদিন একটি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণের ব্যবস্থাসহ ঢাকা-সিলেট মহাসড়কটি অনতিবিলম্বে চার লেইনে উন্নিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানালেন সংযুক্ত আরব আমিরাত সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ।
গতকাল শুক্রবার শারজার একটি হোটেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নেতারা এ দাবি জানান।
বক্তারা বলেন, দুবাই থেকে সিলেটের কোন ফ্লাইট না থাকায় সিলেটবাসীকে অনেক বিড়ম্বনা পোহাতে হচ্ছে। দুবাই ও উত্তর আমিরাতে অবস্থানরত সিলেট প্রবাসীরা আবুধাবী বিমানবন্দর হয়ে দেশে যেতে হয়। এতে করে দুবাই ও উত্তর আমিরাত প্রবাসীদের প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি অনতিবিলম্বে সিলেটের আকাশ উন্মুক্ত করে দেয়া হোক, যাতে বাংলাদেশ বিমান ছাড়াও একটি করে আন্তর্জাতিক ফ্লাইট দুবাই থেকে সরাসরি সিলেটে অবতরণ করতে পারবে।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি হাফেজ মোহাম্মদ আবদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কন্স্যুলেটের প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আশিক মিয়া, সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান চুন্নু, সাধারণ সম্পাদক কে এম আবদুল্লাহ।
প্রধান অতিথি প্রবাসীদের সচেতন করে বলেন, প্রবাসে আমরা কেউ স্থায়ী নই, একদিন অবশ্যই আমাদের দেশে ফিরে যেতে হবে। তাই উপার্জিত অর্থের শতকরা বিশ ভাগ দেশে বিনিয়োগ করুন। নিজের ভবিষ্যৎ নিশ্চিত করুন। তিনি সিলেট প্রবাসীদের বলেন, দেশের অন্যান্য বিভাগের তুলনায় সিলেটবাসী অনেক সচেতন। সিলেটের অধিকাংশ পরিবারের সদস্যরা বিদেশে অবস্থান করলেও দেশে ফিরে তারা বাড়ি ও কমিউনিটি সেন্টার করে অর্থ ব্যয় করেন। আমার প্রত্যাশা থাকবে, বাড়ি-কমিউনিটি সেন্টারের পাশাপাশি শিল্পখাতেও আপনারা বিনিয়োগ করবেন। এতে নিজের পাশাপাশি উপকৃত হবে পাশ্ববর্তী জনগণ। নিজেরা ঐক্যবদ্ধ থাকুন, ঐক্যবদ্ধ জনগোষ্ঠীকে কেউ হারাতে পারে না। সিলেট বিভাগের পাশাপাশি সকল প্রবাসী ও সাধারণ শ্রমিকদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে উদ্বুদ্ধ করুন। সবাই একসঙ্গে কাজ করলে যেকোনো সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব।
জি এম জাকিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আহমদ আলী, উপদেষ্টা রাখাল কুমার গোফ, উপদেষ্টা আবদুল মালিক, সিনিয়র সহ সভাপতি এ কে আজাদ লালন, আবদুল মান্নান, বাদশা মিয়া, সিরাজুল ইসলাম, মহিবুল রহমান মহিব।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কমিউনিটির নেতা মু্ক্তিযোদ্ধা কাজী শাহজাহান, আল মামুন সরকার, হাজী শফিকুল ইসলাম, মোস্তফা মাহমুদ, জহিরুল ইসলাম, এটিএম জাহিদ চৌধুরী, দেলোয়ার হোসেন, মীর আহমদ খোকন, মাসুক আহমদ, আজিজুর রহমান, ইকবাল হোসেন, আবদুল হাসিব খোকন, নাইম ইসলাম লালা প্রমুখ।
বক্তারা বলেন, দেশের বেশির ভাগ অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত লোকেরা সিলেটের, মুক্তিযুদ্ধের অন্যতম নেতা কর্নেল ওসমানীর জন্ম সিলেট শহরে। এসব সফল মানুষের জন্য সিলেটবাসী গর্বিত। চা বাগান, আনারস আর কমলালেবুর জন্য বিখ্যাত সিলেট বিভাগ আজ স্বংয়সম্পূর্ণ। সরকারের সুনজরে আসলে এই অঞ্চল খুব শিগগিরই আন্তর্জাতিক ট্যুরিজম জোন হিসেবে পর্যটকদের মন কাড়বে।
পরে অতিথিরা ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
বিডি-প্রতিদিন/ ২৮ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা