নিউইয়র্ক হতে বিনামূল্যে বিতরণের জন্যে বর্তমান বাংলা নামে আরেকটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়েছে। এ নিয়ে বাংলা ভাষায় প্রকাশিত পত্রিকার সংখ্যা গিয়ে দাড়াল ১৬ যার মধ্যে ১৪টি বিনামূল্যে বিতরণ করা হচ্ছে পাঠকদের মাঝে।
শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদের সামনে বিনামূল্যে পাওয়া যাচ্ছে অধিকাংশ পত্রিকা। নিউইয়র্ক হতে বর্তমানে বাংলা ভাষায় প্রকাশিত শুধুমাত্র সাপ্তাহিক ঠিকানা এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা পাঠকদের ক্রয় করতে হয়। মূল্য এক ডলার করে। সাপ্তাহিক ঠিকানা গত ২১ ফেব্রুয়ারি প্রকাশনার রজতজয়ন্তী পালন করেছে। এটি উত্তর আমেরিকায় বাংলা ভাষার সবচেয়ে পুরনো সাপ্তাহিক পত্রিকা। পাওয়া যায় বাংলাদেশি অধ্যুষিত সকল অঙ্গরাজ্যে।
নিউইয়র্কে বাংলা ভাষার পত্রিকা বিকাশের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থী নবাগত সাংবাদিকদের বিশেষ একটি সুবিধা হয়েছে। তারা সহজেই নামমাত্র পারিশ্রমিকে কাজ পেয়ে যাচ্ছেন।
প্রসঙ্গত, নিউইয়র্কে বর্তমানে কর্মরত সাংবাদিকের সংখ্যা দেড় শতাধিক। অর্থাৎ কম্যুনিটিভিত্তিক সংগঠনগুলোর কোন অনুষ্ঠানে দর্শকের তেমন প্রয়োজন হয় না। সকল সাংবাদিক উপস্থিত হলেই ছোটখাটো অডিটরিয়াম ভরে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/০১ মার্চ ২০১৫/ এস আহমেদ