আগামী শুক্রবার আবুধাবিতে বৃহত্তর চট্টগ্রাম সমিতির মেজবান ও সংস্কৃতি মেলা অনুষ্ঠিত হবে। মেজবান ও মেলার নির্ধারিত তারিখ ২৭ ফেব্রুয়ারি দেয়া হলেও সম্প্রতি মুসাফফায় অগ্নিকাণ্ডে চট্টগ্রাম প্রবাসীরা নিহত হবার ঘটনায় এ তারিখ পিছিয়ে শুক্রবার ৬ মার্চ নির্ধারণ করা হয়।
সমিতির সভাপতি ড. জমির চৌধুরী জানান, শুক্রবার আবুধাবী বৃহত্তর চট্টগ্রাম সমিতির উদ্যোগে চট্টলার ঐতিহ্যবাহী মেজবান ও সংস্কৃতি মেলা আবুধাবীর ফরমাল পার্কে অনুষ্ঠিত হবে। সকাল এগারটা থেকে অনুষ্ঠিতব্য উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, চট্টগ্রাম প্রবাসীরাসহ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।'
উল্লেখ্য, সম্প্রতি মুসাফফায় অগ্নিকাণ্ডে নিহতদের মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মেজবান উপলক্ষে সংগৃহীত তহবিলের অংশ সংশ্লিষ্ট পরিবারকে দেয়ার সিদ্ধান্ত হয়।
বিডি-প্রতিদিন/০৪ মার্চ, ২০১৫/মাহবুব