বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নামে প্রবাসী বাংলাদেশিদের প্রচেষ্টায় মালয়েশিয়ায় বাংলাদেশি সূরাও (মসজিদ) নির্মাণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজধানী কুয়ালালামপুরের দামাই কমপ্লেক্সে মসজিদটির উদ্বোধন করেন মালয়েশিয়ার গ্রান্ড মুফতি ওয়াইবি এইচজি দাতুক ড. জুলকিফলি মোহাম্মাদ আল বাকরি।
যাদের অক্লান্ত প্রচেষ্টায় মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে তারা হলেন, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ কবির ভূইয়া, মোহাম্মদ জুয়েল মিয়াজী, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন মজনু, হাজী জাকিরুল আলম।
মসজিদটি নির্মাণে সার্বিক সহযোগিতা করেছেন ড. আহমেদ বুরহান, মোহাম্মদ মোশারফ হোসেন, কাজী মনোয়ার, আফোয়ান বিন সুলেমান, আনোয়ার বিন আহমেদ, মকবুল হোসেন মুকুল, অহিদুর রহমান ওহিদ, শাহীন সরদার, মো. সেলিমসহ আরো অনেকে।
বিডি-প্রতিদিন/০৫ মার্চ, ২০১৫/মাহবুব