খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম চারদিনের সফরে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থান করছেন।
আজ সন্ধ্যায় দুবাইয়ের মার্কোপোলো হোটেলে দুবাই আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ জাহিদ আহসান রাসেলের প্রধান বক্তার বক্তব্য রাখার কথা রয়েছে।
গতকাল স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে এমিরেটস্ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে খাদ্যমন্ত্রী পৌঁছান। তাকে স্বাগত জানান দুবাই কনস্যুলেটের কনস্যাল জেনারেল মাসুদুর রহমান। বিমানবন্দরের বাইরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে খাদ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ, ২০১৫/মাহবুব