প্রতিবছর ঈদে কুয়েত প্রবাসীরা তাদের বিভিন্ন সংগঠন কর্তৃক নিজ নিজ স্থান থেকে নানাভাবে ঈদকে ঘিরে প্রবাসীদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে আয়োজন করেন বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের। প্রতি বছরের তুলনায় এবার কুয়েত প্রবাসীদের ঈদ আনন্দ একটু ভিন্ন। দীর্ঘ অনেক বছর পর এবার কুয়েতে সকল সংগঠন মিলে একত্রে আয়োজন করেন ঈদ আনন্দ উৎসব। দূতাবাসের সহযোগিতায় এর আয়োজন করেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।
শুক্রবার স্থানীয় আব্বাসিয়া মেরিনা হল অডিটরিয়ামে উদযাপন কমিটির তত্ত্বাবধানে বাংলাদেশ কমিউনিটির প্রধান সমন্বয়ক বিশিষ্ট ব্যবসায়ী শহীদ ইসলাম পাপুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন। বিশেষ অতিথি মিসেস ফারহা আসহাব, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংগঠক সাদেক হোসেন, প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম ও শেখ আকরামুজ্জামান।
আবুল হাসেম ও নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় ও আকতারুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন প্রবাসীদের কল্যাণে দূতাবাসের বিভিন্ন কার্যক্রমে উপর সংক্ষিপ্ত আলোচনা করেন। আলোচনায় তিনি দেশের অর্থনীতিতে প্রবাসিদের যে অবদান তার ভূয়সী প্রশংসা করেন। তিনি কুয়েত প্রবাসীদের প্রতি আহবান করেন স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে এদেশে বসবাস করতে এবং সকল প্রকার অনৈতিক কর্মকান্ড থেকে বিরত থেকে দেশের সম্মান বজায় রাখতে। সভাপতির বক্তব্যে শহীদ ইসলাম পাপুল তার বক্তব্যে রাষ্ট্রদূতের প্রশংসা করে বলেন কুয়েতে বর্তমান আমাদের রাষ্ট্রদূত নিষ্ঠাবান, যত্নশীল এবং প্রবাসীদের জন্য বহুমুখী পদক্ষেপ নিয়ে তার বাস্তবায়ন করতে শুরু করেছেন স্কুল, বিজনেস কাউন্সিলসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে কয়েকজন সংবাদকর্মীকে প্রবাসীদের বিভিন্ন কর্মকান্ডে অবদানের জন্য বিশেষ সম্মাননা দেয়া হয়। ঈদ উপলক্ষে এই অনুষ্ঠানটি কয়েক হাজার প্রবাসী দর্শক উপভোগ করেন। সাংস্কৃতিক পর্বের সঞ্চালনা করেন আল আমিন চৌধুরী স্বপন।
বিডি-প্রতিদিন/ ০১ আগস্ট, ২০১৫/ রশিদা