কুয়েতে প্রায় দুই লাখের উপরে বাংলাদেশি দেশটির বিভিন্ন স্থানে কর্মরত আছেন। এদের মধ্যে কিছু সাংস্কৃতিপ্রেমী আছেন যারা শতকর্ম ব্যস্ততার মাঝেও ভুলে থাকতে পারেন না, নিজ দেশের কৃষ্টি-কালচার। তাই বিশেষ কোন দিনে অবসর সময়ে সকলে মিলে আয়োজন করেন মনোজ্ঞ সাংকৃতিক সন্ধ্যা বা কবিতার আসর। বিভিন্ন সময় ব্যক্তিগতভাবে কারও বাসায় বা হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে থাকেন প্রতিনিয়ত।
তবে এবারই প্রথম কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন এনডিসি, পিএসসি, (অব.) এর বাসভবন বাংলাদেশ হাউজে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক সন্ধ্যা। কুয়েত প্রবাসী কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পীবৃন্দ সম্মিলিতভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানটি রাষ্ট্রদূত এবং মিসেস রাষ্ট্রদূতসহ কুয়েত প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে জাকজমকপূর্ণ হয়ে উঠে।
প্রবাসী সাহিত্যিক ও কবি রফিকুল ইসলাম ভুলু অনুষ্ঠানটির সঞ্চালনা করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দূতাবাসের কাউন্সিলর (শ্রম) আব্দুল লতিফ খান, স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী শহীদ ইসলাম পাপুল, বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী খন্দকার আব্দুল হান্নান, মোয়েজ উদ্দিন আহম্মেদ, শিক্ষানুরাগী হাজী জোবায়ের আহম্মেদ, সংগঠক আতাউল গণি মামুন, সোনালী ব্যাংক প্রতিনিধি সাফায়েত হোসেন পাটোয়ারীসহ বিভিন্ন পর্যায়ের প্রবাসী নেতৃবৃন্দ।
বিডি-প্রতিনিধি/০৪ জুলাই, ২০১৫/মাহবুব