আসন্ন হজ মৌসুমের পর আবারও বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা চালু করতে যাচ্ছে সৌদি সরকার। সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. নিজার বিন ওবায়েদ মাদানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবে সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
মঙ্গলবার জেদ্দায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
শাহরিয়ার আলম আরও জানান, সৌদি সরকারের সাথে আলোচনার মাধ্যমে বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট ভবন ও বাংলাদেশি ব্যবস্থাপনায় পরিচালিত স্কুলের জন্য সৌদি সরকারের কাছ থেকে জমি লিজ নিয়ে নিজস্ব ভবন স্থাপনের জন্য কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।
ফ্রেন্ডস অফ বাংলাদেশ জেদ্দা’র সভাপতি মুক্তিযোদ্ধা মমতাজ চৌধুরীর সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু পরিষদ জেদ্দার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মার্শেল কবির পান্নুর সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল একেএম শহীদুল করিম, কাউন্সিলর (শ্রম) মোকাম্মেল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সৌদি আরব ইউনিট কমান্ডার আবুল কাশেম, বঙ্গবন্ধু একাডেমির সভাপতি ডা.মনিরুজ্জামান, বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান মুরাদ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের ভারপ্রাপ্ত সভাপতি সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম হান্নান, বাংলাদেশ বিমানের রিজিওনাল ম্যানেজার এমএ তাহের প্রমুখ।
উল্লেখ্য, ওমরাহ ভিসার নামে মানব পাচারের অভিযোগ এবং নিয়মিত হজ পালনের পরে দেশে ফিরে না আসার কারণে সৌদি সরকার বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ রেখেছিল।
বিডি-প্রতিদিন/০৫ অাগস্ট, ২০১৫/মাহবুব