সৌদি আরবের আল-কাসিম প্রদেশের প্রধান শহর বোরাইদায় বুধবার থেকে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম খেঁজুর উৎসব। চলবে আগামী ৪০ দিন। সৌদি আরবের বিভিন্ন এলাকা থেকে খেজুর চাষী ও ব্যবসায়ীরা তাদের নিজ খামারে উৎপাদিত সবচেয়ে ভাল মানের খেঁজুর নিয়ে এ উৎসবে যোগদান করছেন।
প্রতি বছরই এই বৃহৎ খেঁজুর উৎসবের আয়োজন করা হয় বলে জানান আল কাসিম পৌরসভার প্রধান ও খেজুর উৎসবের সমন্বয়কারী সালেহ আল আহমদ। তিনি আরও বলেন, এই উৎসব মূলত কাসিম প্রদেশের অর্থনৈতিক প্রসারে বিরাট ভূমিকা রাখবে। এছাড়া প্রতিদিন অনেক দর্শনার্থী সৌদি আরবসহ আরব গালফের অন্যান্য দেশ থেকে এখানে আসছেন এবং তাদের পছন্দের খেঁজুর কিনে নিয়ে যাচ্ছেন।
বিডি-প্রতিদিন/০৬ আগস্ট, ২০১৫/মাহবুব