জীবন জীবিকার তাগিদে সমগ্র ইতালিতে প্রায় ২ লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। অর্থ উপার্জন, পড়া-লেখা কিংবা অন্যান্য কারণেও বাংলাদেশিদের বসবাস। সাম্প্রতিককালে এক জরিপে দেখা গেছে, নানা কারণে ইতালির বিভিন্ন শহরে ১১৮ জন বাংলাদেশি জেল-হাজতে দিন কাটাচ্ছে। যারা মাদক ব্যাবসা, নারী নির্যাতন, শিশু নির্যাতন, মারামারি, চুরি এমনকি অনেকের বিরুদ্ধে জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
জানা গেছে, ইতালিয় আইন অনুযায়ী তাদের গ্রেফতার করা হয়েছে এবং দেশটির আইন অনুযায়ী তাদের বিচার করা হবে।
গত কয়েক বছরের এক জরিপে দেখা গেছে, অনেক বাংলাদেশিকে নানা অপরাধের জন্য গ্রেফতার করা হলেও বাংলাদেশ কমিউনিটির মধ্যে নানা কারণে অপরাধ আর অপরাধীর সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, এতে ইতালিতে বেড়ে উঠা আগামী প্রজন্ম এবং প্রবাসী বাংলাদেশিরা হুমকির সম্মুখীন। কিছু অন্যায়-অপরাধীদের কারণে খেসারত দিতে হবে সমগ্র বাংলাদেশ কমিউনিটিকে এমটাই ধারণা করছেন তারা।
বিডি-প্রতিদিন/০৭ আগস্ট, ২০১৫/মাহবুব