সৌদি আরবের জেদ্দার আভোর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে খন্দকার সৈকত হোসেন, ফয়সল খান এবং মারজুক মোহাম্মদ শোয়েবের জানাজা সম্পন্ন হয়েছে। তবে একরামুল হাসান অনিকের মরদেহ দেশে নিয়ে যাওয়া হবে বলে তার জানাজা পরে অনুষ্ঠিত হবে।
শনিবার স্থানীয় সময় রাত ৯টায় জেদ্দার পুরাতন মক্কা রোডের কাছে নাজলা এলাকার কাউছার মসজিদে এ জানাজা হয়।
জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল একেএম শহীদুল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাতে জেদ্দায় সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও সাতজন। জেদ্দার আভোর এলাকায় গাড়িতে করে ঘুরতে যাচ্ছিলেন তারা। এ সময় ইউটার্ন করতে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হয়।
বিডি-প্রতিদিন/০৯ আগস্ট, ২০১৫/মাহবুব