‘ইন দ্য লাইট অব হোয়াট উই নো’ উপন্যাসের জন্য ব্রিটেনের প্রাচীনতম সাহিত্য পুরস্কার ‘জেমস টেইট ব্ল্যাক অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশি লেখক জিয়া হায়দার রহমান।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় এডিনবার্গ আন্তর্জাতিক গ্রন্থ উৎসবে জিয়া হায়দার রহমানকে এ পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশি বংশোদ্ভূত জিয়া হায়দার রহমান পেশায় একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার ও মানবাধিকার বিষয়ক আইনজীবী।
চার শতাধিক বই থেকে ইউনিভার্সিটি অব এডিনবার্গ-এর শিক্ষক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা বিচার-বিশ্লেষণ করে ‘জেমস টেইট ব্ল্যাক অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত করেন চারটি বই। জিয়া হায়দার রহমানের বই ছাড়াও এ তালিকায় ঠাঁই করে নেয় সামান্থা হার্ভের ‘ডিয়ার থিফ’, স্মিথ হেন্ডারসনের ‘ফোর্থ অব জুলাই ক্রিক’ ও ম্যাথিউ থমাসের ‘উই আর নট আওয়ারসেলভস’।
‘জেমস টেইট ব্ল্যাক অ্যাওয়ার্ড’ পুরস্কার কমিটির সভাপতি, ইউনিভার্সিটি অব এডিনবার্গ-এর অধ্যাপক, রান্দাল স্টিভেনসন বলেছেন, আফগান যুদ্ধ, মৌলবাদের উত্থান, ব্যাংকিং সংকট, রাজনীতি ও অর্থনীতির সমস্যাগুলো গল্পের ভাঁজে ভাঁজে তুলে এনেছেন জিয়া হায়দার। বইটির সবচেয়ে বড় বিশেষত্ব, ব্যক্তির আলোকে রাজনীতি ফুটিয়ে তুলেছেন লেখক।
উল্লেখ্য, ১৯১৯ সালে প্রকাশক জেমস টেইট ব্ল্যাকের স্মরণে তার বিধবা স্ত্রী জেনেট কোটস এ পুরস্কার প্রবর্তন করেন। ভালো বইকে উৎসাহিত করতে সাহিত্যের বিভিন্ন শাখায় এ পুরস্কার দেওয়া হয়ে থাকে।
বিডি-প্রতিদিন/১৮ আগস্ট, ২০১৫/মাহবুব