ভারতে বসবাসের অনুমতির মেয়াদ বৃদ্ধির আবেদন নিয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাত করতে চেয়েছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। আজ বৃহস্পতিবার মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে একথা জানিয়েছেন তসলিমা নাসরিন।
তসলিমা আরও বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতে বসবাসের অনুমতির মেয়াদ বৃদ্ধি নিয়ে দেখা করতে চেয়েছি কিন্তু মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো সাড়া দেয়া হয়নি।
গত ১৭ আগস্ট বাংলাদেশের নির্বাসিত এই লেখিকার ভারতে বসবাসের মেয়াদ শেষ হয়ে গেছে। তবে আবার ভারতে বসবাসের মেয়াদ বাড়ানো হবে বলে অাশাবাদী তসলিমা।
নির্বাসিত এই লেখিকা বলেন, অতীতে এ বিষয় নিয়ে সাক্ষাতে একদিনের বেশি সময় লাগতো না কিন্তু এবার কোনো রকম ইতিবাচক সাড়া ছাড়াই ইতিমধ্যে দুদিন চলে গেছে।
বিডি-প্রতিদিন/২০ আগস্ট, ২০১৫/মাহবুব