ইউরোপের সর্বোচ্চ পর্বত এলব্রুসে আরোহণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিনি শাহরিয়ার। রাশিয়ায় অবস্থিত পর্বতটির উচ্চতা ১৮ হাজার ৫১০ ফুট। তিনিই প্রথম বাংলাদেশি আমেরিকান হিসেবে ইউরোপের সর্বোচ্চ পর্বত এলব্রুস জয় করেন। অত্যন্ত বিরূপ আবহাওয়ার মধ্যে পুরো দল নিয়ে এই পর্বত জয় করেন তিনি।
শাহরিয়ার প্রায় ১০ মিনিট পর্বতের চূড়ায় অবস্থান নেন এবং বাংলাদেশ ও আমেরিকার পতাকা ওড়ান। এতে সহায়তা করেন রাশিয়ান মাউন্টেনিয়ারিং কোম্পানি সেভেন সামিটস ক্লাব এবং এর অভিজ্ঞ মাউন্টেন গাইড ভ্লাদিমির কোটল্যার। শাহরিয়ার ইতোপূর্বে আফ্রিকার কিলিমাঞ্জারো, আমেরিকার রেইনিয়ার, শাস্তা, গ্রেয়স পিক, টরেয়স পিক, বিয়ারসডাত, লংস পীক, হাফ ডোম, হুইটনি এবং মেক্সিকোর লা মালিনছে, পিকো দে ওরিজাবা পর্বতারোহণ করেছেন।
পেশাগত জীবনে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শাহরিয়ার ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ক্যাডেন্স ডিজাইন সিস্টেমসে কর্মরত। শাহরিয়ার বাংলাদেশ ব্যাংক এর অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক (চীফ মেডিকেল অফিসার) ডাঃ কাজী মোহাম্মাদ হাফিজুর রহমান এবং সেলিনা রহমানের জ্যেষ্ঠ সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী শচি এবং দুই সন্তান সাফওয়ান, সোফিয়া কে নিয়ে কালিফোর্নিয়ার সান ফ্রানসিসকোতে বসবাস করছেন।
বিডি-প্রতিদিন/ ২২ আগস্ট, ২০১৫/ রোকেয়া।