স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে রিয়াদ মহানগর আওয়ামী-স্বেচ্ছাসেবকলীগ।
গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রিয়াদের শিফা আল-জাজিরা ক্লিনিক অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রিয়াদ মহানগর আওয়ামী-স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউসুফ খান। সংগঠনের সহ-সভাপতি এম মাহমুদুর রহমান আলতা ও সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূইয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস রিয়াদের প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সৈয়দ আলাউদ্দিন আলী। অনুষ্ঠানে টেলি-কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী-স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট মোল্লা মোহাম্মদ কাউছার এবং প্রবাসী কল্যাণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন রিয়াদ আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক এম আর মাহবুব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ মহানগর আওয়ামী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী সাঈদ,রিয়াদ আওয়ামী লীগের সভাপতি কাজী সেলিম রেজা,বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ডা. কাজী মাসুদুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, রিয়াদ কেন্দ্রীয় আওয়ামী-যুবলীগের সভাপতি এম এ জলিল, রিয়াদ মহানগর আওয়ামী পরিষদের সহ-সভাপতি মোল্লা মোহাম্মদ ইসহাক, সহ-সভাপতি আব্দুল গফুর, সহ-সভাপতি কাজী স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী নুর ইসলাম রনি,সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান,সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক সানাউল্লাহ সানু,বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান কুদ্দুস,জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বাবুল দাস।
বক্তব্য রাখেন রিয়াদ মহানগর আওয়ামী-স্বেচ্ছাসেবকলীগের উপদেষ্টা খুরশেদ মাতব্বর,সহ-সভাপতি ফারুক হোসেন, কাওছার মোহাম্মদ ফারুক, দেওয়ান মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ লাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ হোসেন, মাজহারুল ইসলাম পলাশ, সাংগঠনিক সম্পাদক বখতিয়ার উদ্দিন, আব্দুল আজিজ লিটন, আইন বিষয়ক সম্পাদক ইউসুফ আলী, সহ-দপ্তর সম্পাদক সেলিম খান, যুব ও ক্রীড়া সম্পাদক গাজী জাহিদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষনা না দিলে আজ বাংলাদেশ হতো না। আর বাংলাদেশ না হলে আমরা আজ স্বাধীন জাতি হিসাবে প্রবাসের মাটিতে বসে কথা বলতে পারতাম না। অসীম সাহসী ও বাংলাদেশের প্রতি অকৃত্রিম ভালবাসা বঙ্গবন্ধুকে মহাকালের মহানায়কে পরিণত করেছে। বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে দ্রুত রায় কার্যকরের দাবিতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে ১৫ আগস্ট নিহত সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বিডি-প্রতিদিন/ ২২ আগস্ট, ২০১৫/ রশিদা