জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২তম জন্মবার্ষিকী গত রবিবার অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার প্যান এসিয়া হোটেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক প্রেস ইনষ্টিটিউট (আইপিআই) নির্বাহী পরিষদের ভাইস চেয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ও এটিএন বাংলার প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল।
অষ্ট্রিয়া আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম ও পরিচালনা করেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও অষ্ট্রিয়া প্রবাসী লেখক ও সাংবাদিক এম. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন, শামছুল ইসলাম, শফিকুল ইসলাম, মিজানুর রহমান শ্যামল, বখতিয়ার রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, আমিনুল ইসলাম ও এহসানুল হক হেলাল।
অনুষ্ঠানের শুরুতে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটা হয়।
বিডি-প্রতিদিন/ ২১ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন