ছয়টি খাতে গুরুত্ব দিয়ে বাণিজ্য সম্প্রসারণে সরকারের উদ্যোগের কথা জানিয়ে শিগগিরই বাংলাদেশ প্রত্যাশাকে ছাড়িয়ে যাওয়ার বলে আশার কথা শুনিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ।
বৃহস্পতিবার লন্ডনে ইউকে-বাংলাদেশ ই-কমার্স মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক ডিনারে তিনি এ কথা বলেন। এসময় তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ব্রিটিশ এমপি জন অ্যালন রেডউড ও পল স্কালিও উপস্থিত ছিলেন।
বাংলাদেশে ই-কমার্সকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে লন্ডনের ওয়াটারলিলি ভেন্যুতে শুক্রবার থেকে দুই দিনের এই মেলার আয়োজন করেছে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটিডি), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এবং তথ্য প্রযুক্তি ও ই-কমার্স বিষয়ক মাসিক পত্রিকা কম্পিউটার জগৎ।
বাণিজ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন। একটি ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা এবং অন্যটি বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করা। সেই স্বপ্ন এখন সত্য হতে চলেছে।
তিনি বলেন, সরকার পণ্যের বহুমুখিকরণের পাশাপাশি বাজার সম্প্রসারণে কাজ করছে। আর এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে ছয়টি খাতে। এই খাতগুলো হল- তথ্যপ্রযুক্তি, ওষুধ, জাহাজ ভাঙা, চামড়া, পাট, আসবাব ও কৃষিপণ্য।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, “শিগগিরই দেখবেন আমরা প্রত্যাশাকে ছাড়িয়ে গেছি।”
এই মেলার আয়োজক এ ডব্লিউ তমাল ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ডিনারে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর, ২০১৫/মাহবুব