প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা চেয়ে যুক্তরাজ্যের অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি প্রদান করেছে যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
বাংলাদেশ হাইকমিশনার পক্ষে যুক্তরাজ্য বাংলাদেশ হাইকমিশনের কন্স্যুলার মিনিস্টার টি এম জুবায়ের স্মারকলিপিটি গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়েও অনুলিপি প্রদান করা হয়। স্মারক লিপির সাথে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ ও ছবি সংযুক্ত করা হয়।
যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সাদ ও সাধারণ সম্পাদক সানু মিয়ার নেতৃত্বে যুক্তরাজ্য মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সুশান্ত দাস গুপ্ত, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাহাবুব আহামেদ, আহবাব মিয়া, জয়নাল উদ্দিন যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সাবুল আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক নুরুজ্জামান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল হক নয়ন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ এই সময় উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৫/মাহবুব