বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সঠিক তথ্য জানাতে ওয়াশিংটন ডিসি'র কাপিটল হিলে টম ল্যান্টস হিউম্যান রাইটস কমিশনের কো-চেয়ারম্যান কংগ্রেসম্যান জোশেফ আর পিটশ এর আইন বিষয়ক পরিচালক কারসন মিডলটনের সঙ্গে বৈঠক করেছেন ওয়াশিংটন মেট্রো এলাকার আওয়ামী লীগ নেতৃবৃন্দ। গত ৯ ডিসেম্বর বুধবার তারা সেখানে যান।
বাংলাদেশের মানবাধিকার নিয়ে টম ল্যান্টস হিউমান রাইটস কমিশনের শুনানীতে বাংলাদেশের কোন প্রতিনিধিকে আমন্ত্রণ না জানানোয় আওয়ামী লীগ নেতারা ক্যাপিটল হিলে যান। বৈঠকে তারা অনুরোধ জানান যে, ভবিষ্যতে বাংলাদেশ নিয়ে শুনানী অনুষ্ঠিত হলে সেখানে যেন সরকারের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়।
মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগের সমন্বয়ে এই প্রতিনিধি দল গঠিত হয়। গত ১ ডিসেম্বর ক্যাপিটল হিলের রেবার্ন বিল্ডিংয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উপর কমিশনের যে শুনানী অনুষ্ঠিত হয়েছে, সে ব্যাপারে বাংলাদেশের বাস্তবচিত্র উপস্থাপন করেন নেতৃবৃন্দ । এ সময় তারা কিছু ডক্যুমেন্টও প্রদর্শন করেন মার্কিন কর্মকর্তাদের উপলব্ধির স্বার্থে।
আলোচনার সূত্রপাত করে আওয়ামী লীগ নেতা এম নবী বাকী বলেন, ''আওয়ামী লীগ সরকার মানবাধিকার সংরক্ষণের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। এজন্য বিরাট জনগোষ্ঠির স্বার্থে এমন সব লোকজনকে আইনের আওতায় আনার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যারা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে জ্বালাও-পোড়াও শুরু করেছিল। যারা পেট্রল বোমা মেরে অসহায় শিশু-নারী-বাসের ড্রাইভারসহ যাত্রীদের হত্যা ও দগ্ধ করেছে, তাদের বিচারে সোপর্দ করার মধ্য দিয়েই বৃহৎ জনগোষ্ঠির মানবাধিকার নিশ্চিত করার দাবির বাস্তবায়ন ঘটানো হচ্ছে।''
বাকী দৃঢ়তার সঙ্গে বলেন, ''বিএনপি কিংবা জামাতের কোন নেতা-কর্মীকেই সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গ্রেফতার করা হয়নি। আইন প্রয়োগকারী সংস্থাগুলো অত্যন্ত সতর্কতার সাথে অভিজিৎসহ অন্যান্য ব্লগার হত্যাকারীদের শনাক্ত করার ব্যাপারে কাজ করছে এবং ইতোমধ্যেই তারা যথেষ্ট সফলতা অর্জন করেছে।''
বৈঠকের পর ওয়াশিংটন ডিসি থেকে আওয়ামী লীগ নেতা বাকী বলেন, ''কার্সন মিডলটন আওয়ামী লীগ নেতৃবৃন্দের তথ্যসমৃদ্ধ আলোচনা গভীরভাবে শুনেছেন এবং বলেছেন যে, 'টম ল্যান্টস হিউম্যান রাইটস কমিশন' আন্তর্জাতিক মানবাধিকার নিয়ে কাজ করে এবং সমস্ত অভিযোগই তারা গুরুত্ব সহকারে নিয়ে থাকে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। তবে অভিযোগ প্রমাণের দায়িত্ব তাদের নয়। অভিযোগগুলোর সত্য মিথ্যার ব্যাপারেও তারা কোন সিদ্ধান্ত দেন না।''
স্টেট ডিপার্টমেন্টের মিলনায়তনে অনুষ্ঠিত এ বৈঠকে আরও ছিলেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের শফিকুল আযম আজাদ, রোমিও হক, যুবলীগের রবিউল ইসলাম রাজু, হাসানুল আমিন, স্বেচ্ছাসেবক লীগের মোহাম্মদ আমান, মহিলা আওয়ামী লীগের মহসিনা রিমি।
বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ