মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ার দীপ্ত অঙ্গীকারের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল বুধবার শুরু হয়েছে দুদিন ব্যাপী ৪৪তম বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্যে দিয়ে শুরু হয় ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের দুদিনব্যাপী এই বিজয় উৎসব। পতাকা উত্তেলন করেন দূতবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মোহাম্মদ শাহাবউদ্দীন পাটওয়ারী।
বিজয়ের ৪৪তম দিবস উপলক্ষ্যে দুদিনব্যাপী আয়োজিত বিজয় উৎসবের প্রথম দিনে দূতাবাসের বঙ্গবন্ধু অডিটরিয়ামে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে আপামর বাঙালীর উপর পাক হানাদার বাহিনী ও তাদের দোসর আল-বদর, আল-শামস এর নৃসংশতা ও ভয়াবহ নির্যাতনে নিহতদের স্মরনে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস আয়োজিত বিজয় উৎসবের দ্বিতীয় অনুষ্ঠান আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় দূতাবাসের বঙ্গবন্ধু অডিটরিয়ামে। ওই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বৃহত্তর ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করবেন।
বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর, ২০১৫/ রশিদা