প্রথমবার বিপিএলে এসেই শিরোপা জয় কুমিল্লার সমর্থনকারীদের আনন্দে যোগ করেছে নতুন মাত্রা। শুধু দেশে নয়, প্রবাসেও ছড়িয়েছে আনন্দ। শুক্রবার দুপুরে রিয়াদে বাংলাদেশি প্রতিষ্ঠান নুর অ্যান্ড ব্রাদার্সের উদ্যোগে হয়ে গেলো এক বিজয় উল্লাস আর ভোজন অনুষ্ঠানের।
অনুষ্ঠানটির আয়োজন করেন সিবিক ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান বিশষ্ট শিল্পপতি আলী আকবর।
স্বাগত বক্তব্যে আলী আকবর আইসিসির সাবেক সভাপতি আহম মোস্তফা কামাল, কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারম্যান নাফিজা কামালসহ টিমের সাথে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
বিশিষ্ট ব্যবসায়ী, সিবিক ডেভেলপমেন্টের এমডি আলী আশরাফ, বিশিষ্ট ব্যবসায়ী শাহীন খান, মাহবুব পাপ্পু, লিটন, ইলিয়াস হোসেন, রুকন উদ্দিন, মমিনুল ইসলাম, সাংবাদিক আবুল বশির, সোহরাব হোসেন লিটন, মোহাম্মদ আল-আমীন প্রমুখ বক্তব্য রাখেন।
রিয়াদে কর্মরত কুমিল্লার বিপুল সংখ্যক প্রবাসীরা এতে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৯ ডিসেম্বর, ২০১৫/ রশিদা