মহান বিজয় দিবস উপলক্ষ্যে সৌদি আরবস্থ ফেনী প্রাবাসী ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদের একটি অভিজাত রেস্তোরাঁয় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফোরামের সাধারণ সম্পাদক আবদুল্লাহ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত ফোরামের সভাপতি নুরুল আনোয়ার। অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (বাংলা মাধ্যম) এর শিক্ষক আহমেদ করিম ইমন ও দিলোয়ার হোসাইন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোরামের সহ সভাপতি আবদুল আউয়াল, সহ সভাপতি নাছির উদ্দিন, সহ সভাপতি সহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শিমুল, অর্থ সম্পাদক জহির উদ্দিন মনির, সহ অর্থ সম্পাদক আবদুল বাতেন, দপ্তর সম্পাদক ওমর ফারুক, সহ দপ্তর সম্পাদক মাঈন উদ্দিন মোহন, প্রচার সম্পাদক মোবারক হোসেন শাহিন, সদস্য সোহেল, নিজাম উদ্দিন, আলমগীর প্রমুখ।
অতিথীরা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের সামনে সঠিক ইতিহাস তুলে ধরার গুরুত্বারোপ করেন এবং দল মতের ঊর্ধ্বে থেকে দেশের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
ফোরামের মানবসেবামূলক কর্মকাণ্ডেরর ভূয়সী প্রসংশা করে বলেন, আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে এবং ফোরামের সদস্য সংগ্রহের পরামর্শ দেন।
অনুষ্ঠানে অসহায় দরিদ্রদের জন্যে শীতবস্ত্র বিতরণের জন্য অর্থ সংগ্রহ করা হয়।
ফোরামের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুকের পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদদের আত্মার শান্তি ও দেশের কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বিডি-প্রতিদিন/ ০২ জানুয়ারি, ২০১৬/ রশিদা