কুয়েতে অবস্থানরত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বৃহত্তর সিলেট প্রবাসীদের সমন্বয়ে 'বাংলাদেশ আওয়ামী লীগ বৃহত্তর সিলেট, কুয়েত' -এর অভিষেক ও মহান বিজয় দিবস উপলক্ষে নব গঠিত কমিটির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে কুয়েত সিটির রাজধানী হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগ বৃহত্তর সিলেট কুয়েত’র আহ্বায়ক আলিম উদ্দিনের সভাপত্বিতে সদস্য সচিব মুরাদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে নতুন কমিটির পরিচিতি দেয়া হয়।
কমিটির সভাপতি পদে নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে মুরাদ চৌধুরীসহ ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের অসংখ্য প্রবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়েদ আলী রেজু। আরও উপস্থিত ছিলেন ফয়েজ কামাল, আ. রউফ মওলা, শামছুল হক, আলাউদ্দিন আলা, কামাল হোসেন চৌধুরী, সামসু, লুৎফর রহমান লুদাই, মিহির কান্তি পাল, আব্দুল মতিন চৌধুরী, আকলাকুল আম্বিয়া বাহার প্রমুখ।
বক্তব্যে নেতৃবৃন্দ সকলকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে সিলেট উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/ ০৩ জানুয়ারি, ২০১৬/ রশিদা