মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশসহ সকল অবৈধ শ্রমিকদের বৈধতা দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক। স্থানীয় সময় বৃহস্পতিবার পার্লামেন্টে তিনি এ ঘোষণা দেন।
আগামী কত দিনের মধ্যে তারা বৈধ হতে পারবেন এ বিষয়ে সরকারের তরফ থেকে স্পষ্ট কিছু বলা হয়নি। তবে মালয়েশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন সাতুকে নাজিব রাজাক বলেন, বৈধতার বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এমন ঘোষণায় উচ্ছ্বাসিত দেশটিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশিরা। তবে কার মাধ্যমে, কত টাকার বিনিময়ে, কীভাবে বৈধ হওয়া যাবে—এমন নানা প্রশ্নের উত্তর তারা খুঁজে পাচ্ছেন না।
এ বিষয়ে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম বলেন, এর আগেও মালয়েশিয়া সরকার অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল। তখন বহু শ্রমিকের পাসপোর্ট, টাকা নিয়ে দালালরা সটকে পড়ে। তাই দেশটিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের দালালের সঙ্গে যোগাযোগ না করে সরাসরি হাইকমিশনে যোগাযোগ করতে তিনি অনুরোধ করেন।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৬/মাহবুব