কুয়েত প্রবাসী বধূদের আয়োজনে শুক্রবার কুয়েতে ফিন্তাস পার্কে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাহারি নকশা আর স্বাদের পিঠা বয়ে আনে প্রবাসে নবান্নের আমেজ। বিশেষভাবে উল্লেখযোগ্য পাটিসাপটা, পাকান পিঠা, রস গোলাপ, ভাপা পিঠা, চিতই পিঠা, নকশি পিঠা বাঙালির প্রাচীন সংস্কৃতির চিরচেনা পিঠার পাশাপাশি বেশ কিছু আধুনিক পিঠাও উৎসবে স্থান পায়।
প্রবাসের নানান আধুনিকতার চাপেও কুয়েতের বাঙালী রমনীরা ভুলে যাননি তাদের সেই কৃষ্টি ও ঐতিহ্য এরই প্রমাণ করেছে এই উৎসব। এছাড়াও বিভিন্ন খেলাধুলা, ফল ড্র ও পুরষ্কার বিতরণী মাধ্যমে দিনভর আনন্দে মেতে থাকেন উপস্থিত প্রবাসীরা। যাদের ঐকান্তিক প্রচষ্টোয় উৎসবটি সফলতা পায় তারা হলেন মিসেস শাহনাজ, ইয়াসমিন, কলি, মুন্নি, ডালিয়া, চন্দনা, শিল্পী, কনা, ঝর্ণা, মুসতাকিন, রূপা ও তমাসহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আতাউল গণি মামুন।
বিডি-প্রতিদিন/ ৩১ জানুয়ারি, ২০১৬/ রশিদা