যে দেশকে সবাই গরমের দেশ বলে জানে, যেখানে গরমের সময়ে ৫০ থেকে ৫৫ এর উপরে তাপমাত্রা থাকে আর শীতে সাধারণত ৭/৮ এর নিচে সহজে নামে না, সেই দেশের তাপমাত্রা বর্তমানে ০ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। গত সাপ্তাহ যখন মনে হচ্ছিল শীত প্রায় শেষ, ঠিক তখনই দেখা গেল প্রকৃতি উত্তপ্ত মরু দেশের সাথে খেয়ালিপনা করছে। বিশ্বকে তাক লাগিয়ে প্রচণ্ড গরমকে উপেক্ষা করে উপসাগরীয় দেশটিতে এই প্রথমবার তুষার পড়ল।
গত ১৫/২০ বছর থেকে কুয়েতে অবস্থান করছেন এমন অনেক প্রবাসী বলেন, কুয়েতে এমন তুষার পড়ার কোনো নজির নেই। যেখানে কোন কোন দেশে -১০ কোথাও -১৩ ডিগ্রি সেলসিয়াসে বিপন্ন জনজীবন, সেখানে এই সামান্য তুষারের দৃশ্য ধারণ করে তোলপাড় সৃষ্টি করছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। সারাবিশ্বে জলবায়ুর পরিবর্তনের কারনে কুয়েতে তুষারপাতের মত ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মধ্যরাতে ০ ডিগ্রি সেলসিয়াসের নিচে হয়ত আরো কয়েকদিন থাকতে পারে জানিয়েছে বলে আবহাওয়া দপ্তর।
বিডি-প্রতিদিন/ ৩১ জানুয়ারি, ২০১৬/ রশিদা