ইউরোপের অবশিষ্ট দেশগুলোকে সম্পকৃক্তকরণ, সেপ্টেম্বরে ইউরোপ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন, প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে শেষ হলো অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের অষ্টম সাধারণ সভা।
পর্তুগালে দ্বিতীয় কনভেনশনের পর অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবার অষ্টম কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভা ইতালির রাজধানী শহর রোমে অনুষ্ঠিত হয়েছে।
হোটেল ক্যাপিটাল ইন-এর বলরুমে বেলা ১১টায় অনুষ্ঠানটি শুরু হয়। সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীনের সভাপতিত্বে এবং মহাসচিব কাজী এনায়েত উল্লাহর পরিচালনায় আয়েবার বিগত দিনের কার্য্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মুহিবুর রহমান মুহিব, সহ-সভাপতি ফখরুল আকম সেলিম, আহমেদ ফিরোজ, জিগরুন নাইন জাইগিরদার, রানা তাসলিম উদ্দিন, সুলতান আহমেদ, ড. ফরহাদ, যুগ্ম সম্পাদক এম এ রব মিন্টু, উপদেষ্টা লুৎফর রহমান, মহিলা সম্পাদিকা আঞ্জুমান আরা বিউটি, ইমিগ্রেশন সম্পাদক নুরুল আমিন, পাবলিক রিলেশন এফেয়ার্স আজহারুল হক ফেরদৌস, ওয়েলফেয়ার এফয়ার্স মিলি আলম, সদস্য কামাল মিয়া, হাসান মাহমুদসহ আরো অনেকে ।
পরে মিট দ্য প্রেসে সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের জবাব দেন আয়েবা নেতৃবৃন্দরা। এবারের সভায় ফ্রান্স, লন্ডন, আয়াল্যান্ড, গ্রিস, স্পেন, সুইডেন, স্বাগতিক দেশ ইতালীসহ ইউরোপের অন্যান্য দেশের নেতৃবৃন্দরা সভায় যোগ দেন।
আয়েবা ইউরোপের একমাত্র অরাজনৈতিক অলাভজনক সংগঠন, যা প্রবাসীদের স্বার্থ নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে গ্রীসের রাজধানী এথেন্স থেকে যাত্রা শুরু করে।
অয়েবা ইউরোপের গণ্ডি পেরিয়ে আগামীতে এশিয়া মহাদেশগুলোতে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে গড়ে তুলবে শক্তিশালী সংগঠন। আয়েবার মূল লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার লক্ষ্যে আয়েবা সবসময় প্রতিজ্ঞাবদ্ধ যা কিনা প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট।
এক মিলিয়ন ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের এক সূত্রে গেঁথে আয়েবা হবে সমস্ত ইউরোপ প্রবাসীদের একমাত্র মূখপাত্র, এমনটাই মনে করেন আয়েবা নেতৃবৃন্দরা।
বিডি-প্রতিদিন/ ০১ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা