সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বিজনেস কাউন্সিল (বিবিসি)'র মতবিনিময় সভা।
দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
বিবিসির সভাপতি মাহতাবুর রহমান নাছিরের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুদ্দিনের সঞ্চালনায় সভায় প্রবাসী ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বর্তমান সরকার প্রবাস বান্ধব। সরকার ইতোমধ্যে প্রবাসীদের কথা মাথায় রেখে প্রবাসী কল্যাণ ব্যাংকসহ নানা কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে।’
বিডি-প্রতিদিন/ ১২ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন