কুয়েতের রাজধানী কুয়েত সিটির মোবারকিয়া মার্কেটে মানি এক্সচেইঞ্জ এর কাছাকাছি স্থান থেকে ভিক্ষা করা অবস্থায় ৫৪ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে আটক করা হয়েছে। এসময় ওই ভিক্ষাবৃত্তি থেকে পাওয়া নারীর কাছে ১ হাজার ৭০০ দিনার নগত অর্থ ছিল।
এদিকে, আটকের পর ওই নারীকে কুয়েত থেকে নির্বাসন করার জন্য ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট কাছে হস্তান্তর করা হয়েছে বলে স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।
মূলত কুয়েতে ভিক্ষাবৃত্তি সম্পূর্ণ নিষিদ্ধ, তারপরও অনেকে এ কাজ করে থাকে। সে ক্ষেত্রে বাংলাদেশি লাখে দুই একজন হবে। কিন্তু এদেশে বোরকা পরিহিত বেশ কিছু ভিক্ষুক মসজিদের সামনে, মার্কেটে, রেস্টুরেন্টে কখনো বাসায় ভিক্ষা করতে দেখা যায়। ধারণা করা হয় এদের মধ্যে সিরিয়া অধিবাসীরা বেশি।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২১০৬/মাহবুব