বাংলাদেশের সঙ্গে সময়ের মিল রেখে বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাভাষীদের মতো সংযুক্ত আরব আমিরাতের অন্যতম সংগঠন বাংলাদেশ সোশ্যাল ক্লাব পালন করেছে অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমিরাতের শারজায় দিবসটি উপলক্ষে দু'পর্বে ভাগ করা অনুষ্ঠানের প্রারম্ভে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। শহীদ বেদীতে ফুল নিয়ে এগিয়ে আসার সময় সবার কণ্ঠে ধ্বনিত হয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’। সোশ্যাল ক্লাবের পরপর শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে বেশ কয়েকটি কমিউনিটি সংগঠন।
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরের দ্বিতীয় পর্বে মোড়ক উন্মোচন করা হয় বাংলাদেশ সোশ্যাল ক্লাবের পৃষ্ঠপোষকতায় ঢাকায় একুশে গ্রন্থমেলায় প্রকাশিত কামরুল হাসান জনি'র দ্বিতীয় উপন্যাস গ্রন্থ ‘ফেরা’ ও লুৎফুর রহমানের ‘বর্ণমালার ছড়া’ বই দুটির। মোড়ক উন্মোচন করেন সোশ্যাল ক্লাবের সভাপতি নওশের আলী। মামুন রেজার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, আবু নাছের, জুলফিকার হায়দার খানসহ সংগঠনের কার্যনিবার্হী পরিষদের সদস্য ও আমিরাতের বিভিন্ন কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ।
প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্য চর্চাকে সাধুবাদ জানিয়ে বক্তারা বলেন, ‘প্রযুক্তির এ যুগে মোবাইল আর অনলাইনে পড়ে না থেকে সকলের উচিত কম-বেশি বই পড়া। এতে বাংলা ভাষার প্রতি প্রীতি বাড়বে।’
এসময় তারা আরও বলেন, ‘লেখকদ্বয় আবারও প্রমাণ করলেন বাংলা ভাষাকে সবার অন্তরে পৌঁছে দেয়া ও সাহিত্য চর্চার জন্যে কোনো নির্ধারিত স্থানের প্রয়োজন পড়ে না। যে কোনো অবস্থান থেকেই সাহিত্য-সংস্কৃতির চর্চা করা যায়, পড়া যায়, লিখা যায়। আগামীতেও বাংলাদেশি লেখকদের বই প্রকাশ করতে সোশ্যাল ক্লাবের চেষ্টা অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, কামরুল হাসান জনির ‘ফেরা’ বইটি ঢাকায় অমর একুশে গ্রন্থমেলার মেলা পাবলিকেশন্সের স্টল (স্টল নম্বর ৩১১ ও ৩১২) ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত কেন্দ্রীয় শহীদ মিনার ও মুসলিম ইনস্টিটিউট চত্বরে বই মেলায় ‘শাঁখ ’ ও ‘ রূপ প্রকাশ’ স্টলে পাওয়া যাচ্ছে এবং লুৎফুর রহমানের ‘বর্ণমালার ছড়া’ ঢাকায় ৪৯২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।
বিডি-প্রতিদিন/ ২২ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা