রিয়াদ বাংলাদেশ দূতাবাসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক র্মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। রবিবার সকাল ৯টায় জাতীয় সঙ্গীত দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত গোলাম মসীহ। এছাড়া দূতাবাসরে ঊর্ধ্বতন র্কমর্কতা, রিয়াদ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রবাসী রাজনতৈকি নেতারা উপস্থিত ছিলেন।

দূতাবাস মিশন প্রধান মনরিুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মসিহ।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন কাউন্সিলর খায়রুল আলম, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন ইকোনমিক ড. আবুল হাসান, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম কাউন্সিলর জনাব সারওয়ার আলম ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন সোনালী ব্যাংক প্রতিনিধি আব্দুল ওহাব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নজরুল ইসলাম, ডা. নিয়াজ মো. খান, সেলিম ভূঁইয়া, গোলাম মহিউদ্দিন, ডা. কাজী মাসুদুর রহমান, আব্দুস সালাম, ড. সমীর দত্ত, ড. রেজাউল করিম, ফারুক হোসনে, আব্দুল কাইয়ুম, বজলুর রশীদসহ কৃষিবিদ শামীম আবেদিন।
অনুষ্ঠানে বক্তারা দূতাবাসে অস্থায়ী কিংবা স্থায়ী একটি শহীদ মিনার স্থাপনের দাবি জানান।
বাংলাদশে ইন্টারন্যাশনাল স্কুল বাংলা এবং ইংরেজি শাখার ছাত্রছাত্রীদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রদূত ।
বিডি-প্রতিদিন/ ২২ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা