যথাযথ মর্যাদায় পর্তুগালে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে শহীদ বাংলার সূর্য সন্তানদের চরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় পর্তুগালে অবস্থানরত বাংলাদেশ কমিউনিটি ও দেশটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনগণ। এদিন সন্ধ্যা সাড়ে ৭ টায় পর্তুগালের ২য় বৃহওম শহরে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান শুরু হয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সেই রক্তাক্ত গৌরবের দিন নিয়ে তৈরি ডকুমেন্টারি দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মামুন হাজারী অনুষ্ঠান পরিচালনা করেন।
সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এরপর ধারাবাহিকভাবে পর্তুগাল সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. জোসে লুইস কার্ণেইরো, ড. ফেরারা লিদা (সভাপতি বোর্ড অব পার্লামেন্ট), পর্তুগালের সংসদ সদস্য ড. তিয়াগো বারবোজা, পোর্তোর স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ড. মেনুয়াল গাদাস, ড. এন্থনি ফনসেসকা, ড. ফনসেসকা কারভেইলো, ড. এন্থনি রুই পেস, ডোনা নাতালিয়াসহ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
বিডি-প্রতিদিন/ ২২ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ