যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে রবিবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে বাংলাদেশ মিলিটারি কন্টিজেন্ট (বিএমসি) কুয়েত। ১৯৫২ সালে মাতৃভাষার জন্য নিহত মহান শহীদদের জন বিশেষ প্রার্থনা এবং প্রভাত ফেরীতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিএমসির সদস্যরা।
বিএমসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম শামীম-উজ-জামান, বিএসপি, এনডিসি, পিএসসি এর নেতৃত্বে বাংলাদেশ মিলিটারি কন্টিজেন্ট (বিএমসি)র সদস্যরা প্রভাত ফেরীতে অংশগ্রহণ করে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
বিডি-প্রতিদিন/ ২৩ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা