আগামী ২৭ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসের পিএস ৬৯ মিলনায়তনে শুরু হচ্ছে একুশের গ্রন্থমেলা। প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে যোগ দিতে ইতোমধ্যে নিউইয়র্ক এসে পৌঁছেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, নিউইয়র্কস্থ বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, বাংলাদেশ থেকে আসছেন সোশ্যাল ইসলামিক (এসআইবিএল) ব্যাংকের চেয়ারম্যান ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা মেজর ডা. রেজাউল হক এবং লসএঞ্জেলেস থেকে কেপিসি গ্রুপের চেয়ারম্যান কালী প্রদীপ চৌধুরী ।
২০১৬ সালে বাংলাদেশে প্রকাশিত গ্রন্থগুলোও এই মেলায় থাকবে বলে উদ্যোক্তা প্রতিষ্ঠান মুক্তধারা ফাউন্ডেশন জানিয়েছেন। বিশেষ করে এ বছর গ্রন্থমেলার উদ্বোধক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের আত্মজীবনীসহ বেশ কয়েকটি নতুন গ্রন্থ এই মেলায় থাকবে।
উল্লেখ্য, উত্তর আমেরিকা প্রবাসী লেখকদের ২০১৬ সালে প্রকাশিত গ্রন্থগুলোর জন্য পৃথক স্টলের ব্যবস্থা করা হয়েছে। অভিবাসী লেখকরা তাদের নিজ নিজ গ্রন্থ সেই স্টলে রাখার ও অটোগ্রাফ দেয়ার ব্যবস্থা থাকবে।
দুইদিনের অনুষ্ঠানে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর দলীয় পরিবেশনা। থাকবে একক সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান। থাকবে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, এবং মাতৃভাষা দিবসের ওপর বিশেষ আলোচনা সভা। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্রন্থমেলা চলবে।
বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা