বাহরাইনের মানামায় অমর একুশে, ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এই আলোচনার আয়োজন করা হয়।
বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি এবং জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যপ্রাচ্য বিএনপির যুগ্ন আহবায়ক ও বাহরাইন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মো. আবদুল হান্নান।
সভায় বক্তারা বলেন, 'আমরা অনেক রক্তের বিনিময়ে আজ বাংলা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছি। তারা বলেন, বাংলাদেশ স্বাধীন হলেও আমরা আজ স্বাধীনভাবে কথা বলতে পারি না। তাই আগামীতে খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে ডাক আসবে সে ডাকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথের আন্দোলনে শরীক হতে হবে।
’নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ ভাষা শহীদ এবং পিলখানা হত্যাকাণ্ডে প্রতিবাদ জানিয়ে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।
দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু, যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং আক্তারুজ্জামানের এবং যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের পৃষ্ঠপোষক মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির প্রধান উপদেষ্টা খ ম আশরাফ উদ্দিন, উপদেষ্টা গিয়াস উদ্দিন মিয়াজী, ইউসুফ হোসেন সেলিম, সহ-সভাপতি হাজী শফিকুল ইসলাম, মো. হুমায়ুন কবির, এছাড়া বক্তব্য রাখেন যুবদল সভাপতি মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক জহির উদ্দিন স্বপন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম তপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, শ্রমিক দল সাধারণ সম্পাদক তসলিম পাটোয়ারী, ওলামা দল সভাপতি মাওলানা আমিন উদ্দিন, তরুণ দল সভাপতি শাকিল মাহমুদ, জিয়া পরিষদ সভাপতি মো. সোবহান, দেশনেত্রী পরিষদ সভাপতি মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, তারেক পরিষদ সভাপতি আবুল হোসেন তুহিন, মোহাররক আ. কমিটির সভাপতি মহিউদ্দিন, বুদাইয়া কমিটির সভাপতি আবুল কাশেম, রিফা শাখার সাধারণ সম্পাদক মনির হোসেন রাজু, রিফা শাখার সহ-সভাপতি খাঁন মোহাম্মদ সাইফুল, সহ-সাধারণ সম্পাদক নুরুউদ্দীন ফরাদ, বুদাইয়া শাখা সহ-সভাপতি শওকত মাহমুদ, দেশনেত্রী সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দীন, যুবদল নেতা রাসেল আহম্মদ ও বদিউজ্জামান।
এতে দেশাত্ববোধক গান পরিবেশন করেন সালাউদ্দীন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ নাসির উদ্দীন। পরে ভাষা শহীদদের ও পিলখানায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাও. আমিরুল ইসলাম।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব