ঢাকা-মোহাম্মদ ইফতেখার সম্রাটকে সভাপতি ও হুমায়ুন কবির নিরুকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্রলীগের প্রবাসী ডেনমার্ক শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এম এম জাকির হোসাইন এ কমিটি অনুমোদন করে বলে নিশ্চিত করেছেন ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমরান খান।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকে বিষয়ক সম্পাদক ইমরান খান বলেন, বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শকে বিশ্বে ছড়িয়ে দিতে সকল দেশে ছাত্রলীগের কমিটি করে যাচ্ছে। ডেনমার্ক ছাত্রলীগকে গতিশীল করতে আজ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন আমাদের সভাপতি ও সাধারণ সম্পাদক।
ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিংকন ও সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, ডেনমার্ক যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জামিল আখতার কামরুল, সাধারণ সম্পাদক আমির জীবন ডেনমার্ক ছাত্রলীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ০১ মার্চ, ২০১৬/ রশিদা