প্রবাসী আওয়ামী লীগ নামে নতুন সংগঠনের মাধ্যমে প্রবাসী রাজনীতির কোটা দাবি জানিয়েছে প্রবাসী আওয়ামী লীগের নেতারা।
সোমবার রাত ৯টায় রিয়াদের হারাস্থ কোকোপাম হলরুমে রিয়াদ আওয়ামী পরিবারের উদ্যোগে এ সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্যোক্তা ও সাংবাদিক সম্মেলনের বিষয় বস্তু বিস্তারিত তথ্য উপস্থাপন করেন রিয়াদ আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক এম আর মাহবুব। অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন সৌদি আরব বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ডা. কাজী মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, রিয়াদ আওয়ামী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিক প্লাটুনের কর্ণধর এস এম মুজিবর রহমান। সাংবাদিকদের মধ্য থেকে উপস্থিত নেতাদের বিভিন্ন প্রশ্ন করেন ই টিভির সাংবাদিক অহিদুল ইসলাম, আরব নিউজের স্টাফ ফটোগ্রাফারস ইকবাল হোসেন। বাংলা জিমেইল রিপোর্টাস নিহন ও সালাউদ্দিন।
আরও উপস্থিত ছিলেন এনটিভি, মাই টিভি, মোহনা টিভি, সময় টিভি, জি টিভি, ৭১ নিউজ টিভি(অনলাইন) এস এ টিভি রিয়াদ প্রতিনিধিসহ প্রিন্ট মিডিয়ার অন্যান্য সাংবাদিকরা।
সাংবাদিকদের প্রশ্ন-উত্তরের বাহিরেও প্রবাসী আওয়ামী লীগ সংগঠনের বিভিন্ন প্রস্তাবনা নিয়ে অনুষ্ঠানের বক্তারা বলেন, আমরা প্রবাসীরা বাংলাদেশের বড় সম্পদ ১৬ কোটি জনগণের ৬ কোটির সার্বিক উন্নয়ন সংশ্লিষ্ট অংশীদার আমরা ১ কোটি প্রবাসী। দেশের ২য় প্রবৃদ্ধি অর্জিত হয় প্রবাসীদের রেমিটেন্স থেকে। আমরা দেশের সব ক্ষেত্রে বড় অবদান রাখছি, কিন্তু দেশের নীতি নির্ধারণী ক্ষেত্রে আমাদের কোনো আংশগ্রহণ নাই। আমাদের কোনো রাজনৈতিক অধিকার নাই। তাই আমরা রাজনৈতিক অধিকার চাই, আমারা আমাদের দলের কাছে তথা বাংলাদেশ আওয়ামী লীগের কাছে প্রবাসী রাজনৈতিক কোটা চাই, যাতে আমরা প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে অধিকার আদায় করতে পারি। রিয়াদ প্রবাস থেকে আজকের যাত্রা শুরু, এই ধারা অব্যহত থাকবে, সারা বিশ্বে আমরা ছড়িয়ে দেবো।
আসন্ন আওয়ামী লীগের জাতিয় কাউন্সিলে আমরা প্রবাসী রাজনৈতিক কোটার দাবি আদায় করব। আমাদের সাংগঠনিক নেত্রী ভারত উপমহাদেশের স্বনামধন্য প্রাচীন দল বাংলোদেশ আওয়ামী লীগের ৩৫ বছরের সফলতম সভানেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কাছে।
আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আহ্বান জানাবো আমাদের দাবি মেনে নিন, আমাদের রাজনৈতিক অধিকার দিন, প্রবাসী রাজনীতির কোটা দিন, যে নামেই দেন সেই নামেই আমরা সংগঠন করব আপনার পতাকা তলে, সাংবাদিক বন্ধুরা আপনারা আমাদের এই দাবি টুকু সুন্দর সাবলীলভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন উপস্থিত সাংবাদিকদের।
আওয়ামী পরিবারের অন্যান্য সংগঠনের সিনিয়র নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সৌদি আরব বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডা. নিয়াজ মোহম্মাদ খান, প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী সেলিম রেজা, প্রবাসী বরিশাল জেলা সমিতির সভাপতি ডা. আরিফুর রহমান, সাউদ কিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রেজাউল করিম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. শাহ আলম, রিয়াদ বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি কৃষিবীদ শামীম আবেদীন, রিয়াদ আওয়ামী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এসকান্দার আলী খান, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি এম এ জলিল, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক এন শাহরিয়ার মাহবুব, সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক হোসেন, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বাবুল দাস, আওয়ামী পরিষদের সহ-সভাপতি আব্দুল গফুর, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান কুদ্দুস, প্রবাসী গোপালগঞ্জ জেলা যুবলীগের সাভাপতি মো. নাজির বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ হাফিজুর রহমান, প্রকাশনা লীগের সভাপতি এম জসিমউদ্দিন, নাসিম যুবলীগের সভাপতি আতিক খান প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী প্রবাসীসহ আওয়ামী পরিবারের বহু সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/ ০২ মার্চ, ২০১৬/ রশিদা