সংযুক্ত আরব আমিরাতের শিল্পনগরী খ্যাত আবুধাবীর মোসাফফাহ এলাকায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরিত হয়ে মোহাম্মদ সেলিম (৫০) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন ভারতীয় শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে মোসাফফায় নিজের কর্মস্থলে স্টিল ওয়াল্ডিং করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ সেলিম চট্টগ্রাম হাটহাজারী মাদার্শার আনু মিয়ার ছেলে। তিনি আবুধাবীর ন্যাশনাল মেরিন কোম্পানিতে ওয়ালিং শ্রমিক হিসেবে দীর্ঘ ২৪ বছর ধরে কর্মরত ছিলেন। তার লাশ বর্তমানে স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ মার্চ, ২০১৬/মাহবুব