জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাতে নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেটে বর্ণাঢ্য এক অনুষ্ঠান হয়।
কর্মসূচির মধ্যে অন্যতম ছিল শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত।
কনসাল জেনারেল মো. শামীম আহসান, এনডিসি, তার স্বাগত বক্তৃতায় শিশুদের প্রতি জাতির পিতার প্রগাঢ় ভালোবাসার কথা উল্লেখ করে নতুন প্রজন্মের কল্যাণে বঙ্গবন্ধু এবং বর্তমান সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলোর উপর আলোকপাত করেন। তিনি বঙ্গবন্ধুর বর্ণাঢ্য ও কর্মময় জীবনের বিভিন্ন দিক সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
আলোচনা সভায় ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মিজারুল কায়েস ও কম্যুনিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। স্থানীয় কবিরা বঙ্গবন্ধুর উপরে কবিতা আবৃত্তি করেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা পর্বে শিশুসহ অন্য সকলে অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/ ১৯ মার্চ, ২০১৬/ রশিদা