সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় ২ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
শনিবার সন্ধ্যায় কর্মক্ষেত্রে যাওয়ার পথে তাদের বহনকারী গাড়ির একটি চাকা বিস্ফোরিত হলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের একজন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মামুন। তবে আরেকজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। তারা পরিচ্ছন্নকর্মী হিসেবে সিডর কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/২০ মার্চ, ২০১৬/মাহবুব