কুয়েতে মর্নিং গ্লোরি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল-এর উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৬ আলোচনা সভা ও শিশু কিশোরদের চিত্রঅংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার সকালে স্কুলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রবাসী বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। মর্নিং গ্লোরি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান শহিদ ইসলাম পাপুলর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) আবদুল লতিফ খান। অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করা হয়। সে সময় কেক কাটাসহ চিত্রঅংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/ ২২ মার্চ, ২০১৬/ রশিদা