গণমাধ্যমে অবদানের স্বীকৃতি হিসেবে বৈশাখী টেলিভিশনের এসাইনমেন্ট এডিটর মিঠুন মোস্তাফিজকে সম্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের সিটি অব প্যাটারসন কর্তৃপক্ষ।
মঙ্গলবার সন্ধ্যায় প্যাটারসন সিটি হলে কাউন্সিল প্রেসিডেন্ট উইলিয়াম সি ম্যাকয়ের’র উপস্থিতিতে কাউন্সিল ম্যান এট লার্জ ডোমিঙ্গো এলেক্স মেন্ডেজ বিশেষ আনুষ্ঠানিকতার মাধ্যমে তার হাতে সম্মাননা সনদ ও মানপত্র তুলে দেন।
এ সময় মেন্ডেজ বলেন, সন্ত্রাস, জঙ্গি ও ধর্মীয় উগ্রপন্থার মতো বৈশ্বিক নানা চ্যালেঞ্জিং ইস্যুতে নিজ দেশসহ আন্তর্জাতিক গণমাধ্যমে অনবদ্য অবদান রাখা বাংলাদেশের তরুণ এই সাংবাদিক বন্ধুকে সম্মাননা জানাতে পেরে সিটি অব প্যাটরসন কর্তৃপক্ষ গর্বিত ও সম্মানিত।
কাউন্সিল উইমেন এট লার্জ মারিটজা ডেভিলা, কাউন্সিলওম্যান রুবি এন কটন, কাউন্সিলম্যান মাইকেল জ্যাকসন, কেনেথ এম মরিস, লুই ভেলেজ, শাহিন খালিক ও এন্ডু সায়েগ এ সময় উপস্থিতি ছিলেন।
বিডি-প্রতিদিন/ ২৬ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন