সৌদি আরবের রিয়াদে একটি পুরাতন ভবনের ছাদ ধসে জসিম উদ্দিন ঢালী ও অরুণ নামের দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
শনিবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে রাজধানী শহর থেকে ১০০ কিলোমিটার দূরবর্তী শহর আল খারিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁদিরপুর ইউনিয়নের ছলিমুদ্দিন ঢালীর ছেলে এবং অরুণ কুষ্টিয়া জেলার বাসিন্দা।
জানা গেছে, ওই ভবনের রঙের কাজ করতে করা অবস্থায় ছাদ ধসে পড়ে তাদের মৃত্যু হয়। নিহতদের লাশ রিয়াদের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৬/মাহবুব